মানুষ মানুসের জন্যে, জীবন জীবনের জন্যে


রাকিব আল মাহমূদ ভাইয়ের ওয়াল থেকে:
খুব সন্নিকটেই ঈদ।কত অপরাধির সাথে নিরপরাধ মানুষ আইনী জটিলতায় জেল ভোগ করছে। আবার কত কয়াদি জেল খানায় শক্তিশালি কয়েদিদের নিকট  জিম্মি।আবার কত মায়ের সাথে নিরপরাধ শিশুরাও ভাগ্যের নির্মম পরিহাসের জন্য আজ জেলে রয়েছে। জেলের ভিতরে হচ্ছে কত রকম মানবাধিকার লঙ্ঘন যা হয়তো জেলের বাইরে থেক বুঝা সম্ভব নয়। ঈদের আনন্দে বাংলাদেশের অধিকাংশ পরিবার।কিন্তু আজ যারা জেলের ভিতরে অসহায় মানবাতার দিন যাপন করছে তাদের খবর নিবে কে? কয়াদি হলেও তারাওতো মানুষ! তাদেরও আছে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার। তাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার, আসক ফাউন্ডেশন,সিলেট বিভাগ ও মহানগরের পক্ষ হতে ৭ ( সাত) সদস্যর একটি প্রতিনিধি দল আজ ৯-০৬-২০১৮ ইং তারিখ রোজ শনিবার কয়াদিদের মানবাধিকার বিষয়ক খোজখবর নিতে সিলেট জেলখানা পরিদর্শন করবেন।পরিদর্শন কালে যে সকল কয়াদী আইনী সেবা না পাওয়ার কারনে জেল ভোগ করছেন, তাদের নাম তালিকা এনে তাদের কে পরবর্তীতে  আইনী সহায়তা প্রদান করা হবে। এছাড়াও ঈদ উপলক্ষে কয়াদিদের মাঝে ঈদের পোশাক বিতরন করা হবে। যেমন শাড়ি, লুঙ্গী, পাঞ্জাবী, শিশুদের পোশাক, শিশুদের খাবার ইত্যাদি। প্রতিনিধি দলে রয়েছেন জনাব এড. মোহাম্মদ লালা, জনাব প্রফেসর ড. নজরুল ইসলাম, জনাব মোস্তফা কামাল, জনাব মনিরুল ইসলাম, জনাব এড. খন্দকার রানা, জনাব লাকী আক্তার নূপুর, জনাব জমির হোসেন এবং আমি রকিব আল মাহমুদ। মানুষ মানুষের জন্য।তাই আনারাও সহযোগীতায় এগিয়ে আসুন।

Comments