শিল্পী আসিফ আকবর যখন পুলিশের হাতে গ্রেফতার:



 তথ্য প্রযুক্তি মামলায় গায়ক আসিফ আকবর গ্রেফতার হয়েছেন,এটা নিয়ে মিথ্যাচার করার কোন মানে নেই, এমন কোন কথা নয় আমি উনার ভক্ত যে দল করবো তিনি ও এই দলের মানুষ হতে  হবে, মনে রাখা ভাল কোটিকোটি মানুষ আসিফের ভক্ত.... তার মানে কয়েকজন এম পি র ভক্ত আশেকান মিলে ও তাহার ভক্তের সংখ্যার সমান হবেন না.......

দেশের একজন প্রতিভাবান শিল্পী দেশের সম্পদ বলা যেতে পারে,তাই তাহাকে ব্যাঙ্গ না করে সাবলীল ভাষায় যে কোন কিছু বলাটা উচিৎ,তবে আইন তার গতিতে চলুক,দয়া করে কেউ বিষয়টা রাজনৈতিক বিবেচনায় নিবেননা,

আশা করি আসিফ আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনি মোকাবেলা করে অচিরেই মুক্তি পাবেন ৷

Comments